• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
উত্তরায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির পাঠানো ছবি

মহানগর

উত্তরায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০২১

রাজধানীর উত্তরায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও এডিস মশা প্রজনন বিস্তাররোধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সকালে ডিএনসিসির আঞ্চলিক ১ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সকাল থেকে এ অভিযানে উত্তরা ৯ নং সেক্টরে ফুটপাতে থাকা অবৈধ প্রায় দুই শতাধিক দোকানপাট,স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান চলাকালীন সময়ে ডিএনসিসির আঞ্চলিক ১ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন বলেন, নাগরিকদের স্বস্তি দিতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে এখন থেকে উত্তরা ও খিলক্ষেতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads