• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
জাতীয় ঐক্য ছাড়া মুক্তি সম্ভব নয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

জাতীয় ঐক্য ছাড়া মুক্তি সম্ভব নয়

 জাতীয় প্রেস ক্লাবে মির্জা ফখরুল ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

‘ছাত্ররা ঐক্যের পথ দেখিয়ে দিয়েছে, এখন আমাদের (বড়দের) দায়িত্ব নিতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে গতকাল সোমবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় ঐক্য ছাড়া দেশের ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন উল্লেখ করে ফখরুল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হটানোর আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ আয়োজিত সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট শক্তি সব তছনছ করে দিচ্ছে। গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে তাদের মুখ বন্ধ করতে চাইছে। ‘রাষ্ট্রের মেরামত প্রয়োজন’- ছাত্ররা এটাই বড়দের দেখিয়ে দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা বড়দের চোখ খুলে দিয়েছে। তাদের আন্দোলন সবাইকে নাড়া দিয়েছে। ছেলেরা সবাইকে এক জায়গায় আনার সুযোগ করে দিয়েছে। এখন দায়িত্বটা সব রাজনৈতিক দলের। সবাইকে সেই ডাকে সাড়া দিয়ে জাতীয় প্রয়োজনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই দায়িত্ব পালন করতে হবে। ‘আমাদের ছেলেরা চোখ খুলে দিয়েছে। আমরা রাজনীতিহীনতার কথা, স্বৈরাচারী চেহারার কথা, অবিচারের কথা, দুর্নীতির কথা বলে এসেছি এবং একটি জাতীয় ঐক্যের কথা বলে এসেছি। ছাত্রদের আন্দোলন আমাদের জাতীয় ঐক্যের পথ খুলে দিয়েছে’- যোগ করেন মির্জা ফখরুল।

গতকাল সকালে শাহবাগ থানায় তিনিসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মামলা এখন আর কোনো সমস্যা নয়। আমার নামে ৮৬টি মামলা আছে। বিএনপির কোনো কোনো নেতার বিরুদ্ধে ১৫০-২০০ মামলা আছে। মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করা যাবে না। বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্র রেখে যেতে পারবে কি না, সেটাই ভাবনার। এটি সবার কর্তব্য।

সমাবেশে আরো বক্তব্য দেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ।

এদিকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে ফখরুল দুপুরে হাইকোর্টে যান। সেখানে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কার্যালয়ে বিএনপিপন্থি সিনিয়র আইনজীবীদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে জামিন সংক্রান্ত আইনি বিষয়ে পরামর্শ নেন তিনি।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সকালে ঢাকা মহানগর হাকিম এইচএম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলাটি তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads