• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
লাফালাফির পরিণতি শুভ হবে না : কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ছবি : সংরক্ষিত

রাজনীতি

লাফালাফির পরিণতি শুভ হবে না : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি ও তাদের দোসররা আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা ও সহিংসতার ছক আঁটছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধমকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাব, তা হবে না। আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ এ সময় তিনি দলের সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকারও নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদকমণ্ডলীর সদস্যদের এক সভার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের সভাটা কবে হবে, এটা তো এখনো ঠিক হয়নি। সভার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এখনো অনুমতি দেয়নি। জোর করে ২৯ সেপ্টেম্বর সভা করবেন? কেন এই জেদাজেদি? ১০ বছরে ১০ মিনিটও রাস্তায় নামতে পারেননি। খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করার জন্য লাফালাফির পরিণতি শুভ হবে না।’

২৯ সেপ্টেম্বর বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয় মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের পাল্টাপাল্টি কর্মসূচি নেই। আমাদের নেত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমাদের কর্মসূচি আমরা দেব। তারা সভা করবে, আমরা পাল্টা করব, দেশের মানুষকে আতঙ্কে রেখে এ ধরনের রাজনীতি আমাদের প্রয়োজন নেই।’ ১৪-দলীয় জোটের আগামীকাল ২৯ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কদের বলেন, ‘এটা বিএনপির সঙ্গে কোনো পাল্টাপাল্টি নয়।’ তিনি বলেন, ‘ভরা কলসি নড়ে না। যাদের শূন্য কলসি, তারাই ফাঁকা আওয়াজ করে। আমাদের উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। কারো উসকানির ফাঁদে পা দেব না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের জন্য আমরা সুসংগঠিতভাবে এক হয়েছি। এখানে আন্দোলনের নামে কোনো নৈরাজ্য ও নাশকতা করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’ তিনি বলেন, ‘আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ দেশব্যাপী গণসংযোগ করব। আমরা ভোটারদের কাছে যাব, বাড়িতে বাড়িতে যাব, গণসংযোগ করব। রাস্তায় অবরোধ করে মানুষের জন্য দুর্ভোগ হবে- এমন কোনো সভা-সমাবেশ করব না।’

সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার প্রমুখ। এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads