• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
ঐক্যফ্রন্টের গণসমাবেশ সিলেটে ২৩ অক্টোবর

কর্মসূচি ঘোষণা ও আলোচিত বিষয়ে সাংবাদিকদের অবহিত করে আ স ম আবদুর রব

ছবি : সংগৃহীত

রাজনীতি

ঐক্যফ্রন্টের গণসমাবেশ সিলেটে ২৩ অক্টোবর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

সিলেট থেকে আগামী ২৩ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি শুরু করবে জাতীয় ঐক্যফ্রট। ওইদিন হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সিলেটে গণসমাবেশ করবে নবগঠিত এই ফ্রট। গতকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব উত্তরায় নিজ বাড়িতে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা ও আলোচিত বিষয়ে সাংবাদিকদের অবহিত করে আ স ম আবদুর রব বলেন, বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি শরিকদের নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন। অপরটি হচ্ছে সমাবেশ, মহাসমাবেশ অনুষ্ঠান।

আজ বুধবারও বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে জোটের লিয়াজোঁ কমিটির নেতাদের নাম গণমাধ্যমকে জানানো হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য ৭ দফা দাবিতে জনমত গঠনে সিলেট থেকেই আন্দোলনের কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, কর্তৃত্ব, জনগণের শাসন প্রতিষ্ঠায় প্রথম কর্মসূচি আগামী ২৩ অক্টোবর সিলেটে।

তিনি জানান, সিলেটের পর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভাগীয় শহর ও মহানগর জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের কর্মসূচি পর্যায়ক্রমে ঘোষণা করবে। আগামী নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন আ স ম আবদুর রব।

বৈঠক সূত্র বলছে, নির্বাচনকালীন সরকার ঘোষণার আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে মত অধিকাংশ নেতার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করে যেনতেন উপায়ে তা করার চেষ্টা করলে ওই সরকার গঠনের দিন থেকে তীব্র আন্দোলনের পক্ষে একমত হন নেতারা। এছাড়া ফ্রন্টের ঐক্য অটুটের বিষয়ে বেশি গুরুত্ব পায় নেতাদের আলোচনায়।

বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গড়া এই ফ্রন্টের নেতারা বেলা সাড়ে ১২টায় উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন। প্রথম দিনের রুদ্ধদ্বার বৈঠকটি চলে আড়াই ঘণ্টা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্র্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, তানিয়া রব, আবদুল মালেক রতন, এসএম আকরাম, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads