• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
জাতীয় ঐক্যফ্রন্টের আজ আনুষ্ঠানিক যাত্রা সিলেটে

জাতীয় ঐক্যফ্রন্ট

সংরক্ষিত ছবি

রাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টের আজ আনুষ্ঠানিক যাত্রা সিলেটে

  • নিজস্ব প্রতিবেদক ও সিলেট ব্যুরো
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

সিলেটে আজ বুধবার সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে জাতীয় ঐক্যফ্রন্ট। দুপুর ২টায় সিলেট নগরের রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন ঐক্যফ্রন্টের নেতারা। কর্মসূচি উপলক্ষে গতকাল মঙ্গলবার সিলেট পৌঁছেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বহুল আলোচিত ও প্রথম এ সমাবেশ থেকে নতুন কোনো বার্তা আসছে না বলে জানিয়েছেন ফ্রন্টসংশ্লিষ্টরা। তবে বিভাগীয় সমাবেশ করার পর রাজধানীতে মহাসমাবেশ করার চিন্তা আছে। সেখান থেকে সরকারের প্রতি আল্টিমেটাম বা কর্মসূচি দেওয়া হবে। এখনো ঢাকার মহাসমাবেশের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে ৭ দফা দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। দাবিগুলোর অন্যতম হচ্ছে- নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনকালীন সেনাবাহিনী মোতায়েন। এসব দাবিতে সিরিজ কর্মসূচিও ঘোষণা করা হয়। সিলেটের পর আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে ও ৩০ অক্টোবর রাজশাহীতে জনসভা করবে ঐক্যফ্রন্ট। ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতারা বৈঠক করেছেন। আগামী ২৬ অক্টোবর রাজধানীতে শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের আজকের সমাবেশ নিয়ে সিলেটে বিএনপি নেতার বাসায় বৈঠক চলাকালে অভিযান চালিয়ে দলটির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানা পুলিশ সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরের বাসায় এ অভিযান চালায়।

নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে করে সিলেট মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফীন বলেন, আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও আছেন। তবে অন্যদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি দাবি করেন, ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরের বাসায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ছাত্রদল, যুবদলসহ বিএনপির প্রায় ১৫ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর ২৩ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ আয়োজনের ঘোষণা দেন জোটের নেতারা। কিন্তু সিলেট মহানগর পুলিশ ওইদিন সমাবেশের অনুমতি না দেওয়ায় ২৪ অক্টোবর সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়। প্রথমে সমাবেশের অনুমতি না দিলেও শেষ পর্যন্ত অনুমতি দেয় সিলেট মহানগর পুলিশ।

অনুমতি পাওয়ার পরই সমাবেশ সফলে প্রস্তুতি নিতে শুরু করেন আয়োজকরা। গত রোববার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের সিলেট ইউনিটের প্রথম প্রস্তুতি সভা সোবহানীঘাটে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ঐক্যফ্রন্টের শরিক সব দলের সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন- আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। দল-মতের ঊর্ধ্বে উঠে রেজিস্টারি মাঠে বুধবারের (আজ) সমাবেশকে সফল করতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

এর আগে শনিবার ঐক্যফ্রন্ট নেতাদের সিলেট আগমন সফল করতে নগর বিএনপির প্রস্তুতি সভা দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদেরর সিলেট সফর ঐক্যবদ্ধভাবে সফল করতে বলা হয়।

গত ১৩ অক্টোবর বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য মিলে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads