• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
আমরা একটি দেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ ধনী : জয়

সজীব ওয়াজেদ জয়

ছবি : সংগৃহীত

রাজনীতি

আমরা একটি দেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ ধনী : জয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

আমরা বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। আমরা একটি দেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ ধনী। নামের আগে জাতীয়তাবাদী দিলে জাতীয়তাবাদ হওয়া যায় না। কাজ দিয়ে দেখাতে হয়। আর আওয়ামী লীগ, আমরা কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি।

গতকাল রোববার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘ইয়ং বাংলা’ আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ ক্যাটাগরিতে ৩০টি সংগঠনকে পুরস্কৃত করা হয়।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠার ওয়াদা করেন সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি বলেন, ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেমন আমরা ২০২১ সালের আগেই বাস্তবায়ন করেছি, তেমনিভাবেই এই ভিশনও আমরা ২০৪১ সালের আগে বাস্তবায়ন করব ওয়াদা করছি। তবে তা বাস্তবায়ন করতে গেলে আপনাদের নৌকায় ভোট দিতে হবে।

অনুষ্ঠানে দেশের তরুণদের উদ্দেশ করে তিনি বলেন, আজকে এখানে যারা আছেন তারা তরুণ। তারা সবাই স্বপ্ন দেখেন এক উন্নয়নশীল বাংলাদেশের। তো চয়েস আপনাদের; আপনারা কি এগিয়ে যাবেন? নাকি আবার আগের মতো পিছিয়ে যাবেন? তবে আমার বিশ্বাস, আপনারা আর পিছিয়ে থাকবেন না।

তথ্যপ্রযুক্তি খাতে গত দশ বছরে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় তিনি নেপাল, মালদ্বীপ, সোমালিয়া, পেরু ও ফিলিপিন্সকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের সহায়তার কথাও তুলে ধরেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা বিদেশ থেকে বিশ্বব্যাংকের মাধ্যমে কনসালটেন্সি করে ডিজিটাল বাংলাদেশ গড়িনি। বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত আইটি এক্সপার্ট হিসেবে অনন্য দেশকে সহযোগিতা করছে। ভুটানকে আমরা সহযোগিতা করছি। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ এই পর্যায়ে আসত না। বিএনপির আমলে সারা বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা হয়ে গিয়েছিলাম জঙ্গি দেশ। আজ বাংলাদেশ ডেভেলপমেন্টের উদাহরণ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ। এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন ডাক-টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads