• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
কেউ জাতীয় ঐক্য ধ্বংস করতে পারবে না : ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

সংগৃহীত ছবি

রাজনীতি

কেউ জাতীয় ঐক্য ধ্বংস করতে পারবে না : ড. কামাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে কেউ জাতীয় ঐক্য ধ্বংস করতে পারবে না। ফ্রন্টের সাত দফা দাবি আদায় প্রক্রিয়া অব্যাহত আছে। আগামী দিনে জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। গতকাল বিকালে রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘সোনার বাংলা গড়া ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তেই জাতীয় ঐক্য তৈরি হয়েছে।’ এমন মন্তব্য করে কামাল হোসেন বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর এসে ভাবতে হচ্ছে, জনগণ কী পেল? যারা উন্নয়নের কথা বলেন, তারাই বিদেশে টাকা পাচার করেছেন। কেউ আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, আবার কেউ নিঃস্ব হয়েছেন। তাই নতুন করে বাঁচতে জনগণের স্বার্থেই জাতীয় ঐক্য তৈরি করা হয়েছে। ষড়যন্ত্র করে কেউ এই ঐক্য ধ্বংস করতে পারবে না। দাবি আদায় প্রক্রিয়া অব্যাহত আছে। আগামী দিনে জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তারা সফল হননি। জনগণের মধ্যে ঐক্য থাকলে বাংলাদেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। জনগণের শক্তিকে চাপে রেখে নিঃশেষ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ড. কামাল বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এ দেশের সব ক্ষমতার উৎস জনগণ। জনগণই এ দেশের মালিক। ১৯৭১ সালেও এই জনগণই অস্ত্র ছাড়াই রুখে দিয়েছে পাকিস্তানিদের। আমরা ভয় করি না।’ তিনি বলেন, জনগণ আবার জেগেছে দুঃশাসনের বিরুদ্ধে ও স্বৈরশাসনের বিরুদ্ধে। বৈষম্য, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই জাতীয় ঐক্যের লক্ষ্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

‘সংলাপ শেষ হয়েছে, এখন আপনারা কী করবেন?’— সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, সংলাপ চলমান প্রক্রিয়া। আমরা আমাদের কথাগুলো প্রধানমন্ত্রীর কানে দিয়েছি। মানবেন কি মানবেন না, সেটি ওনাদের ব্যাপার। আমাদের দাবি আদায়ের আন্দোলন চলছে, চলবেই।

‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আসলেই কি সুযোগ নেই’— এ বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, অবশ্যই সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের সুযোগ আছে। তবে সেটি কী পদ্ধতিতে হবে, তা নির্ভর করবে আলোচনার ওপর। সবার ঐকমত্যের ওপর। সংবিধান অনুযায়ী সেনাবাহিনী রাখা যায়। আলোচনায় অনেক বিষয় সম্পর্কে একমত হওয়া যায়। কাজেই আমরা আশা করি, সরকার বিষয়টি ভাববে এবং ফের সংলাপে বসবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads