• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : মায়া

আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি  উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : মায়া

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।  ওই চক্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি  উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় তিনি এমন অভিযোগ করেন।  জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় ৭৫’র ৩রা নভেম্বর জেল খানায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে খুনি মোশতাক চক্র।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে যখন উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই ৭৫’র খুনিদের দোসররা বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে।

মায়া বলেন বাংলাদেশকে উন্নয়ন করতে একমাত্র শেখ হাসিনাকেই দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় না গেলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।

Minister Maya Pic Chandpur 2জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু।  মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ কুদ্দুসের সঞ্চালনায় আরো বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সম্পাদক আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর- দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী প্রমুখ।

এর আগে দুপর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। বিকেল ৩টার মধ্যেই স্কুল মাঠ নেতা-কর্মীতে কানায় কানায় পুরিপূর্ণ হয়ে পড়ে। এসময় নৌক নৌকা শ্লোগানে মাঠ কাঁপিয়ে তোলে নেতা-কর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads