• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
জেগে ওঠো বাঙালি তোমার কাণ্ডারি প্রস্তুত : ড. কামাল

ড. কামাল

সংরক্ষিত ছবি

রাজনীতি

ভিডিও বার্তা

জেগে ওঠো বাঙালি তোমার কাণ্ডারি প্রস্তুত : ড. কামাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

‘জেগে ওঠো বাঙালি, তোমার কাণ্ডারি প্রস্তুত’- ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের এই ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে এ সংগঠনের অনুসারীদের মধ্যে। গত শুক্রবার থেকে এভাবেই প্রচারণায় নেমেছেন ফ্রন্টভুক্ত দলের নেতাকর্মীরা। ভিডিও বার্তায় ড. কামাল হোসেন তরুণদের জেগে উঠতে বলেছেন। তাদের ওপর ভরসা করে বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণরাই ঠিক করবেন।

গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা ভিডিও বার্তায় তরুণদের উদ্দেশে কথা বলেছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকেও বেছে নিয়েছে। ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামক ফেসবুক পেজে এ ভিডিও দুটি দেখা যাচ্ছে।

কামাল হোসেনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীর পায়ে লাঠিতে ভর করে হেঁটে এগোচ্ছেন তিনি। ভিডিওর ধারা বর্ণনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি! এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছ নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্ট। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মাননি, আমি জানি।’

ভিডিওতে আরো বলা হয়, ‘ভবিষ্যতেও বাংলাদেশ হারবে না। তরুণদের হাত ধরে একাত্তরের ডিসেম্বরের বিজয়, নব্বইয়ের গণতন্ত্র এসেছে।’ ২০১৮-এর ডিসেম্বরেও তরুণেরা জেগে উঠবে বলে আশা করা হয়। ভিডিওটির শেষে কামাল হোসেন বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কাণ্ডারি প্রস্তুত।’

এ ভিডিও বার্তার ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দুই নেতা প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার এখন অন্যতম অনুষঙ্গ এই ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই নেতারাও এ মাধ্যমে সক্রিয় হচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads