• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
বিরোধীদলীয় উপনেতা রওশন

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ

ছবি : সংগৃহীত

রাজনীতি

বিরোধীদলীয় উপনেতা রওশন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ মার্চ ২০১৯

জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা হিসেবে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে মনোনীত করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানান। ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ করে রওশন এরশাদকে মনোনীত করেন জাপা চেয়ারম্যান। দলের গঠনতন্ত্রের ২০১ক ধারা মোতাবেক এরশাদ এ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার এই মনোনয়ন গ্রহণের জন্য স্পিকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

গত শুক্রবার রাতে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান থেকে সরিয়ে দেন এরশাদ। গণমাধ্যমে পাঠানো এরশাদের স্বাক্ষর করা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ জানুয়ারি নিজ জেলা রংপুরে এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। এ সময় তিনি বলেছিলেন, তার অবর্তমানে জিএম কাদেরই দলের হাল ধরবেন। কিন্তু দুই মাসের মাথায় এরশাদ সাংগঠনিক নির্দেশ শিরোনামে গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু জনাব কাদের পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতারাও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।

ওই নির্দেশনায় আরো বলা হয়, সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো-চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। তিনি সংসদের বিরোধীদলীয় উপনেতার পদে থাকবেন কি না, তা জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড নির্ধারণ করবে। গতকাল এই পদ থেকে তাকে অপসারণ করে রওশন এরশাদকে উপনেতা হিসেবে মনোনীত করেন এরশাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads