• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

রাজনীতি

মেয়র জাহাঙ্গীরকে আ. লীগের শোকজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে গাজীপুরের মেয়র ও গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই শোকজের চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগ থেকে বলা হয়েছে, দলের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে মেয়র জাহাঙ্গীরের একটি ভিডিও বক্তব্য পোস্ট করা হয়। ৪ মিনিট ৪ সেকেন্ডের এ ভিডিওর শুরুতে দেখা যায় তিনি চেয়ারে বসে কথা বলছেন। পাশ থেকে তা গোপনে ধারণ করা হয়েছে। কয়েক সেকেন্ড পরে ভিডিওতে জাহাঙ্গীরের ছবি দেখা যায়নি। শুধু কথা শোনা যায়। সেখানে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, ‘আমাদের বঙ্গবন্ধু ৩০ লাখ (মুক্তিযোদ্ধা) মারাইছে। ৬৪ জেলায় ৪৫ হাজার করে মরেছে প্রতি জেলায়। তাঁর স্বার্থ উদ্ধার করে নিয়েছে।’

এই ঘটনার পরে গাজীপুরের আওয়ামী লীগের নেতা কর্মীদের একাংশ জাহাঙ্গীরের বিচারের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করেছে। তাঁরা মেয়রকে দল থেকে বহিষ্কার ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন এমন অভিযোগ করে শাস্তি দাবি করছেন।

যদিও জাহাঙ্গীর দাবি করেছেন, তাঁর এই বক্তব্য জোড়া লাগানো। রাজনৈতিক বিরোধী পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads