• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে: কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে: কাদের

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে। মিমাংসিত বিষয়ে নতুন করে বিতর্কের সুযোগ নেই। আজ রোববার দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্থদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লীজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির প্রক্রিয়া। রাতারাতি এর বিকাশ হওয়ার সুযোগ নেই। নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চায়। তাই কোন বিশৃঙ্খলা না করে সকলে নির্বাচনের প্রস্তুতি নিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মিমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে যাদুঘরে পাঠিয়েছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু, আপনাদের নেত্রী এক সময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই।

পদ্মা সেতুর বাস্তবায়ন সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার সোনালী ফসল পদ্মা সেতু। সেতু নির্মাণের আগে ছিল পদ্মার ভাঙনের তান্ডব। বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছিলেন, ‘আমি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করবো বাঙালি চুরি করে না, বাঙালি বীরের জাতি’।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকেরা প্লটসহ ক্ষতিপূরণ পাবেন- এটা অনেকেই বিশ্বাস করেননি। যা যা ওয়াদা করেছিলাম তার সবগুলি পূরণ করেছি। পদ্মা সেতু নির্মাণের জন্য অনেকে পূর্ব পুরুষদের সম্পত্তি দিয়েছেন। অনেকের কান্নাও রয়েছে। সবকিছুর বিনিময়ে পদ্মা সেতু পেয়েছেন।

সেতুমন্ত্রী জানান, নভেম্বর থেকে পদ্মা সেতুতে কার্পেটিং শুরু করা হবে। আর আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষে উদ্বোধন করা হবে। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর কাজ ৯৫ শতাংশ, নদী শাসনের ৮৫ শতাংশ ও মূল প্রকল্পের কাজ ৮৮ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজেই পদ্মা সেতু আর স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২০ জনের মাঝে প্লটের লিজ দলিল হস্তান্তর করেন সেতু মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল আউয়াল, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আলমগীর হোসাইন প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads