• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
চাচা ভাতিজির সম্পর্কে কখনো ঘাটতি হবে না

সংগৃহীত ছবি

রাজনীতি

চাচা ভাতিজির সম্পর্কে কখনো ঘাটতি হবে না

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমুর আলম খন্দকারের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক। রাজনীতির জায়গায় রাজনীতি আর পারিবারিক সম্পর্কের জায়গায় পারিবারিক সম্পর্ক। এ সম্পর্কে কখনো ঘাটতি হবে না।  প্রায় একই কথা বলেছেন  পরাজিত প্রার্থী তৈমুর আলমও।

আওয়ামী লীগের প্রার্থী আইভী সোমবার বিকেলে নগরীর মাসদাইর এলাকায় তৈমুরের বাড়িতে যান।  এরপর সালাম দিয়ে তিনি প্রথমে তাকে মিষ্টিমুখ করান। পরে আইভীকে মিষ্টিমুখ করিয়েছেন তৈমুর আলম খন্দকার।

এরপর তৈমুর আলম খন্দকার বলেন, আমি সদ্য বিজয়ী এই মেয়রের পাশে আছি। সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়েছেন তাকে আমি স্বাগত জানাই। তার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আধ্যাত্মিক সম্পর্ক যা আজীবন অব্যাহত থাকবে। আইভীর সঙ্গে পারিবারিক সম্পর্ক। আমি প্রয়াত নগর পিতা আলী আহম্মদ চুনকার কর্মী ছিলাম। আলী আহম্মদ চুনকার জন্য আমার শ্রদ্ধাবোধ সবসময় থাকবে। আমি আইভীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

আইভীর মাথায় হাত রেখে তৈমুর আরো বলেন, নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হয়নি। আইভীর পেছনে আমি আছি এবং যখন যেকোনো বিপদে তার পাশে থাকব। আমি তার মাথায় হাত রেখে দোয়া করে দিলাম এবং মেয়র হিসেবে তার সাফল্য কামনা করি।

আগের দুই বারের মতো এবারো আইভীকে মেয়র হিসেবে বেছে নিয়েছেন নারায়ণগঞ্জবাসী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৬ জানুয়ারির নির্বাচনে ১৯২টি কেন্দ্রে আইভীর প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।

পরাজিত তৈমুরকে মিষ্টিমুখ করিয়ে আইভী বলেন, আমাদের পারিবারিক সম্পর্ক বজায় থাকবে। রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু আমাদের পারিবারিক সম্পর্কে কখনো ঘাটতি হবে না। আগে যেমন ছিল তেমনই থাকবে।

তৈমুরকে পাশে নিয়ে কাজ করার কথা জানিয়ে নারায়ণগঞ্জের টানা তিনবারের এই মেয়র বলেন, ভবিষ্যতে কাজ করতে গেলে অবশ্যই তৈমুর কাকার পরামর্শ নেব; উনি আগেও পরামর্শ দিয়েছেন। পৌরসভায় যখন প্রথম নির্বাচিত হয়েছিলাম তখনো তাকে নিয়ে কাজ করেছি। যেকোনো সমস্যার জন্য তার সঙ্গে কথা বলেছি। এ রকম পারস্পারিক সহযোগিতা আমাদের মাঝে বজায় থাকবে।

তিনি আরো বলেন, আমরা তো সবাই নারায়ণগঞ্জের মানুষ। প্রত্যেকের সঙ্গেই আমাদের সম্পর্ক আছে। সেই সম্পর্কের আলোকে নারায়ণগঞ্জবাসী ও জনগণের স্বার্থে উন্নয়নের কাজ করাটাই একটা উৎসব, আমরা সবাই তা করব। নির্বাচনি প্রচারে গিয়ে কাকা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো অবশ্যই আমি বাস্তবায়ন করার চেষ্টা করব।

সংবাদকর্মীদের উদ্দেশে আইভী বলেন, শুধু সমালোচনা না করে আপনারাও সহযোগিতা করবেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবারের নির্বাচনের প্রচার ও ভোটের দিন নারায়ণগঞ্জের কোথাও কোনো সহিংসতা হয়নি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একে ‘সর্বোত্তম’ নির্বাচন বলেছেন। তবে ফল প্রকাশের পর নিজ বাসায় সংবাদ সম্মেলনে তৈমুর অভিযোগ করেন, প্রশাসন, ভোট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারণে তা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads