• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

ফুটবল

অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

মৌসুমের শেষের দিকে এসে লা লিগায় টানা অপরাজিত থাকার দৌড় আট ম্যাচ পর্যন্ত বর্ধিত করল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে জয় পায় ২-১ গোলে। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধান কমিয়ে একে নামিয়ে আনে কোচ জিদানের শিষ্যরা।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে রিয়াল ২-১ গোলে জয় পায়। সেই দলে ১০টি পরিবর্তন এনে এবার একাদশ সাজান জিদান। করিম বেনজেমা ও গ্যারেথ বেল ছাড়া কোনো তারকাকে মাঠে নামাননি। সুযোগটি কাজে লাগান বেল। তার গোলে রিয়াল এগিয়ে যায়। আর বোরজা মেয়রালের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এদিন ম্যাচের অষ্টম মিনিটে রিয়ালকে লিড এনে দেন বেল। বিরতির আগেই রিয়ালের লিডকে ডাবলে নিয়ে যান বোরজা। খেলার ৪৫ মিনিটে গোলটি করেন তিনি। আক্রমণে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল লেগানেস। রিয়াল ১১টি শট নিলেও ১৩টি শট নেয় তারা। কিন্তু গোলের দেখা পায় একটি। ম্যাচের ৬৬ মিনিটে গোলটি করেন ব্রাসানাক। ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেন লেগানেসের গ্যাব্রিয়েল।

৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট অর্জন করে। ৩৫ ম্যাচের ৪০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে লেগানেস।

একই দিনে লেভান্তের মাঠে ২-১ গোলে হেরেছে সেভিয়া। খেলার ১১ মিনিটে রজার মার্তির গোলে এগিয়ে যায় লেভান্তে। পাঁচ মিনিট পর সফরকারীরা সমতায় ফেরে। গোলটি করেন কার্লোস ফার্নান্দেজ। তবে ৭৪ মিনিটে জয়সূচক গোল করে স্বাগতিকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads