• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

ফুটবল

ভিয়েতনামের বিরুদ্ধে জয় চায় বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৪ মে ২০১৮

ফুটবলের নতুন সংস্করণ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের অভিষেকটা রাঙাতে পারেনি বাংলাদেশ মহিলা দল। শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে এগিয়ে গিয়েও বিধ্বস্ত হতে হয়েছে ৭-১ গোলে। মাসুরার গোলে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের তিন মিনিটেই এগিয়ে গিয়েছিল লাল-সবুজ শিবির। কিন্তু এরপরের ইতিহাস শুধুই প্রতিপক্ষ দলটির। একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগ তছনছ করে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়া। অভিষেক ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গ্রুপ পর্বে আজ সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ ফুটসালের আরেক শক্তিশালী ভিয়েতনাম। থাইল্যান্ডের ব্যাংকক এরিনা স্পোর্টস গ্রাউন্ডে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে এ লড়াই।

আজ হারলেই ফাইভ-এ-সাইড এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে বাংলাদেশ। তাই এ ম্যাচটি গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ভুল করতে চান না তারা। ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে কোচ ছোটন বলেন, ‘আমরা এখানে শিরোপা জিততে আসিনি। এসেছি অভিজ্ঞতা অর্জন করতে। তবে আমরা লড়াইয়ের আগে হেরে যেতে চাই না। ভিয়েতনামের বিরুদ্ধে ভালো খেলা উপহার দিতে চাই। আশা করি আজ আমরা আগের ম্যাচের চেয়ে ভালো খেলা উপহার দিতে পারব।’

অন্যদিকে টানা দুই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভিয়েতনাম। নিজেদের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে পরাস্ত করেছিল চাইনিজ তাইপেকে। গ্রুপে অপর দুই দল মালয়েশিয়া ও চাইনিজ তাইপে মুখোমুখি হবে বিকাল ৪টায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads