• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
জার্সি তৈরিতে বাংলাদেশের সঙ্গে প্রতারণা

জার্সির রেপ্লিকা তৈরি হচ্ছে বাংলাদেশের কারখানাগুলোতে

প্রতীকী ছবি

ফুটবল

জার্সি তৈরিতে বাংলাদেশের সঙ্গে প্রতারণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৩ জুন ২০১৮

বিশ্বকাপে নেই বাংলাদেশ। এরপরও থাকছে বাংলাদেশের নাম। কারণ অন্যান্যবারের মতো বিশ্বকাপের দলগুলোর জার্সির রেপ্লিকা তৈরি হচ্ছে বাংলাদেশের কারখানাগুলোতে। এতে লেখা থাকছে ‘মেইড ইন বাংলাদেশ’। বিশ্বকাপে অংশগ্রহণকারী সিংহভাগ দেশের জার্সি বাংলাদেশ থেকে তৈরি করে নেয় সেদেশগুলোর জার্সি স্পন্সররা। কিন্তু এই জার্সি তৈরিতে অন্ধকার খুঁজে বের করেছে ব্রিটিশ গণমাধ্যম ‘দি ডেইলি টেলিগ্রাফ’। তাদের দাবি বাংলাদেশ থেকে নামমাত্র পারিশ্রমিকে ইংল্যান্ডের জার্সি বানিয়ে নিচ্ছে জনপ্রিয় খেলাধুলার সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘নাইকি’।

বিশ্বকাপে ইংল্যান্ড ফুটবল দলের জার্সি জোগান দেওয়ার দায়িত্ব রয়েছে নাইকির। প্রতিষ্ঠানটিকে এই জার্সি তৈরি করে দিচ্ছে বাংলাদেশের সাভার রফতানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) অবস্থিত একটি গার্মেন্ট কারখানা। জাতীয় দলকে তাদের চাহিদামতো জার্সি সরবরাহ করার পর সমর্থকদের জন্য রেপ্লিকা তৈরি করছে কারখানাটি। ‘নাইকি’ প্রতিটি জার্সির বাজারমূল্য ধরছে ১৬০ পাউন্ড। কিন্তু সেই তুলনায় অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন বাংলাদেশের শ্রমিকরা। চুক্তি অনুযায়ী প্রতি ঘণ্টায় মাত্র ২১ পেন্স করে পাচ্ছেন শ্রমিকরা। সেই হিসাবে মাসিক পারিশ্রমিক দাঁড়ায় মাত্র ৪৭ ইউরো। নিজস্ব অনুসন্ধান প্রতিবেদনে ডেইলি টেলিগ্রাফ লিখেছে, ‘নাইকির বিশাল লাভ করার সহজ উপায় হচ্ছে নামমাত্র মূল্যে জার্সি বানিয়ে সেগুলো চড়ামূল্যে বাজারে বিক্রি করা। এসব জার্সি বানানো শ্রমিকদের পারিশ্রমিক দিয়ে তাদের মৌলিক চাহিদাই পূরণ করা সম্ভব হয় না। কাজেই পরিবার-পরিজন নিয়ে সচ্ছল জীবনযাপন তো তাদের জন্য অনেক দূরের ব্যাপার।’

অবশ্য এজন্য বাংলাদেশের কারখানার মালিকরাও দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ‘দি ডেইলি টেলিগ্রাফ’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads