• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
একই রাতে হার বার্সা-রিয়ালের

দলের হারে হতাশ মেসি

ছবি : ইন্টারনেট

ফুটবল

একই রাতে হার বার্সা-রিয়ালের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

দুঃস্বপ্নের এক রাত কেটে গেল লা লিগায়। অপ্রত্যাশিত অঘটনের শিকার হয়ে বার্সেলোনার পর ধরাশায়ী হলো রিয়াল মাদ্রিদও। ৬৮ সেকেন্ডের মধ্যে দুই গোল হজম করে বার্সেলোনা। অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া লেগানেসের কাছে ২-১ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। আর রিয়ালের পারফরম্যান্স তো আরো লজ্জাজনক। বার্সা একটি গোল শোধ করলেও রিয়াল তা পারেনি। সেভিয়ার মাঠে প্রথমার্ধেই রিয়াল তিন গোলে পিছিয়ে পড়লে স্তব্ধ হয়ে যায় পুরো ফুটবল দুনিয়া। একই রাতে লা লিগায় বার্সা-রিয়াল সবশেষ এমন করুণ দশার শিকার হয়েছিল ২০১৫ সালের ৪ জানুয়ারি।

পাঁচ ম্যাচ খেলে যাদের সংগ্রহ ছিল মাত্র এক পয়েন্ট। সেই দুর্বল লেগানেসই নিজেদের মাঠে চমকে দিয়েছে প্রসিদ্ধ প্রতিপক্ষকে। অসহায় আত্মসমর্পণ করে দুই পয়েন্ট খুইয়েছে শীর্ষে থাকা বার্সা। তবে জর্দি আলবা ও লুইস সুয়ারেজকে বেঞ্চে রেখে তাদের শুরুটা ছিল খুবই দুর্দান্ত। ম্যাচের ১২ মিনিটেই ফিলিপে কুতিনহো ২০ গজ দূর থেকে দুরন্ত ভলিতে এগিয়ে দেন বার্সাকে।

১-০ গোলে এগিয়ে স্বস্তিজনক অবস্থানেই ছিল বার্সা। লিওনেল মেসি থেকে ছুটে যাওয়া বল গোলবারে আছড়ে পড়লে গোলের আশায় প্রহর গুনতে থাকে। কিন্তু ৬৮ সেকেন্ডের ব্যবধানে সব হিসাব-নিকাশ পাল্টে যায়। নাবিল এল ঝার ও রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলা অস্কার রদ্রিগুয়েজের গোলে জয় ছিনিয়ে নেয় তলানির দলটি। দ্বিতীয় গোলটি আসে ডিফেন্ডার জেরার্ড পিকের ভুলে। তবে কুতিনহো আর ইভান রাকিটিচের দুর্দান্ত গোল প্রচেষ্টা বাদে সমতায় ফেরার জোরালো কোনো প্রচেষ্টাই দেখাতে পারেনি অতিথিরা। প্রতিপক্ষের গোলরক্ষক ইভান ক্যুলার দুটো প্রচেষ্টাই রুখে দেন।

২০১৭ সালের গ্রীষ্মে নিয়োগ পাওয়ার পর বার্সা কোচ আর্নেস্তো ভালভারদে স্প্যানিশ লিগে এ নিয়ে হারের স্বাদ নিলেন দ্বিতীয়বারের মতো। তার পরও রিয়াল হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে বার্সা।

অন্যদিকে ম্যাচের ২১ মিনিটের মধ্যেই নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন আন্দ্রে সিলভা। জেসুস নাভাসের ক্রস থেকে বল পেয়ে প্রথমবার জালে বল জড়ান সেভিয়ার স্ট্রাইকার সিলভা। চার মিনিট বাদে নাভাসের শট রুখে দিলেও সিলভার গোল থেকে পায়নি নিষ্প্রভ রিয়াল। গোলের দেখা পেতে মরিয়া গ্যারেথ বেল বল লাগিয়ে দেন পোস্টে। আর সেভিয়ার ফ্রাঙ্কো ভাজকুয়েজের প্রচেষ্টা রুখে দেয় গোলবার। বিরতিতে যাওয়ার আগেই গোল ব্যবধান ৩-০ নিয়ে যান উইসাম বেন ইয়েদ্দার। তিন ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

কোচ জুলেন লোপেতেগুইয়ের অধীনে চলতি মৌসুমে এটি রিয়ালের প্রথম লিগ হার। এতটাই বাজে খেলেছে যে আসলে ম্যাচে হারটা টানা তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের প্রাপ্যই ছিল। ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই ছিল না তাদের মধ্যে। কখনোই হুমকি হয়ে দাঁড়াতে পারেনি স্বাগতিক সেভিয়ার জন্য। আক্রমণাত্মক ফুটবলার হিসেবে নজর কেড়েছেন কেবল ওয়েলস উইঙ্গার বেল। কিন্তু অনেকগুলো সুযোগ নষ্ট করেন তিনি। গোল পেয়েছিলেন ফিফার বর্ষসেরা ফুটবলার লুকা মডরিচ। অফসাইডের কারণে দ্বিতীয়ার্ধে তা বাতিল করে ভিএআর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads