• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
মেসি ম্যাজিকে জয়ী বার্সা

মেসিকে কোনোভাবেই রুখতে পারেনি টটেনহ্যামের ডিফেন্ডাররা

ছবি : ইন্টারনেট

ফুটবল

মেসি ম্যাজিকে জয়ী বার্সা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৮

তিন ম্যাচ ধরে জয়ের দেখা মিলছিল না বার্সেলোনার। লিগে ড্র-হার-ড্রর ম্যাচে গোলও পাননি সুপারস্টার লিওনেল মেসি। তিন ম্যাচের বিরতি দিয়ে নিজের সেরাটা উজাড় করে ফের জ্বলে উঠলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। যেমনটা দ্যুতি ছড়িয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। বুধবার রাতে মেসির ফুটবল ম্যাজিকে এলো জোড়া গোল। সঙ্গে ওয়েম্বলি মিশনের মাধ্যমে কাতালান জায়ান্টও ফিরল জয়ের ধারায়। এমএসসি (মেসি-সুয়ারেজ-কুতিনহো) ত্রয়ীর দুরন্ত আক্রমণে ইউরোপ সেরার লড়াইয়ে জয়ে ফেরার স্বপ্নভঙ্গের হতাশায় ডুবল স্বাগতিক টটেনহ্যাম হটস্পার। স্নায়ুক্ষয়ী রোমাঞ্চকর লড়াইয়ে কোচ আর্নেস্তো ভালভারদের দলের কাছে ইংলিশ ক্লাবটি ধরাশায়ী হলো ৪-২ গোলে। অসাধারণ এ জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগে বার্সা থেকে গেল জয়ের ধারায়। বিপরীতে টানা দুই ম্যাচ হারে পিছিয়ে পড়ল টটেনহ্যাম।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অসাধারণ কার্যকরী আক্রমণের যে সুর তুলে ছিল কাতালান শিবির। তাতে সুষম সমন্বয় ঘটান ভিনগ্রহের ফুটবলার মেগাস্টার মেসি। উজ্জীবিত স্পার শিবিরের জন্য যা সামলে জয় ছিনিয়ে নেওয়া কঠিনই ছিল। সুবাদে ইংলিশ প্রতিপক্ষদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গত ১১ ম্যাচে ৯টিতেই জয় তুলে নিয়েছে বার্সা। বাকি একটিতে হার, অন্যটিতে ড্র। ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসি পেলেন ২২ গোল। সতীর্থদের গোল করান ছয়টি। চলতি মৌসুমে ইউরোপিয়ান আসরে প্রতি ৩৬ মিনিটে একটি গোল পেয়েছেন মেসি।

জেরার্ড পিকের শততম চ্যাম্পিনস লিগ ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন মেসি-সুয়ারেজ-কুতিনহোরা। ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ারর আগেই (৯২ সেকেন্ড) বার্সাকে এগিয়ে দেন কুতিনহো। গোলটিতে ব্রাজিলিয়ান এই আক্রমণাত্মক মিডফিল্ডারের যতটা না অবদান, তার চেয়ে পিঠের চোট কাটিয়ে ফেরা স্পার গোলবারের অতন্দ্র প্রহরী হুগো লরিসের ভুলটাই যেন বেশি দায়ী। বিশ্বকাপ জয়ী ফরাসি অধিনায়ক যেন গোলটা উপহার দিয়েছেন কুতিনহোকে। ২৮ মিনিটে ২০ গজ দূর থেকে দর্শনীয় স্ট্রাইকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণটা পোক্ত করেন ইভান রাকিটিচ।

মহারণের ম্যাচে টটেনহ্যামকে আশা দেখানো হ্যারি কেনের গোলের আগে দুইবার গোলমেশিন মেসির গোল প্রচেষ্টার সামনে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ৫৬ মিনিটে খুব কাছ থেকে অতিথিদের লিডটা বাড়িয়ে দেন ফুটবলশিল্পী মেসি। দশ মিনিট পর চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ৮০০০তম গোল করে ব্যবধান কমান টটেনহ্যাম মিডফিল্ডার এরিক লামেলা। শেষ মিনিটে জর্দি আলবার সহায়তায় মাস্টারপিচ পারফরম্যান্স দিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন বার্সার প্রাণভোমরা মেসি। সতীর্থ কুতিনহোর দৃষ্টিতে যিনি ‘সর্বকালের সেরা ফুটবলার’। তবে গোলখরা পাঁচ ম্যাচে নিয়ে গেলেন সুয়ারেজ।

ম্যাচ শেষে টটেনহ্যাম কোচ মাউরিসিও পোচেত্তিনোর কণ্ঠে ঝরল হতাশার সুর, ‘দলের হাল ছেড়ে না দেওয়ার মানসিকতার জন্য আমি গর্বিত। সঙ্গে হতাশ। কঠিন একটি ম্যাচ ছিল এটি। দুই মিনিটের কম সময়ের মধ্যে গোল খেলে ম্যাচের পরিস্থিতি বদলে যায়। মেসি ও সুয়ারেজদের বার্সেলোনার বিপক্ষে খেললে আবেগটা এমনিতেই কঠিন হয়ে যায়।’

টানা দুই হারের কারণে শূন্য পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে টটেনহ্যাম। শীর্ষে ও দ্বিতীয় স্থানে থাকা বার্সা ও ইন্টার মিলানের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়ল দলটি। নিঃসন্দেহে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের নকআউট পর্বে ওঠার অভিযানটা শুরুতেই একটু কঠিন হয়ে গেল প্রিমিয়ার লিগ জায়ান্টদের জন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads