• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
ম্যাচটি আমাদের জন্য কঠিন : জেমি

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে

সংগৃহীত ছবি

ফুটবল

ম্যাচটি আমাদের জন্য কঠিন : জেমি

  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৮

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সাফ চ্যাম্পিয়নশিপে না পারলেও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ঠিকই নাম লিখেয়েছে বাংলাদেশ। বিপলুর দেওয়া একমাত্র গোলে লাওসকে হারিয়ে তারা এখন শেষ চারে। ফিলিপাইনের বিরুদ্ধে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। ম্যাচটি দু’দলের জন্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। গ্রুপ পর্ব উতরে স্বস্তিতে থাকলেও ফিলিপাইনের বিরুদ্ধে জয় তুলে নিতে চাইছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। তবে ম্যাচটি যে বেশ কঠিন, সেটা অকপটেই স্বীকার করে নিয়েছেন জেমি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দলটির বিরুদ্ধে জয় পেতে হলে ভাগ্যের সহায়তাও লাগবে বলে মনে করেন কোচ।

গতকাল সকালে সিলেটের বিকেএসপি মাঠে অনুশীলন করেছে স্বাগতিক শিবির। সেখানে রক্ষণ আর গোলবারে বেশি জোর দিয়েছেন জেমি ডে। ফিলিপাইনের আক্রমণভাগের শক্তির কথা বিবেচনা করেই নিজেদের ডিফেন্সের শক্তিটা বাড়ানোর ছক কষেছেন তিনি। লাওসের বিরুদ্ধে ফিলিপাইনের খেলা ম্যাচটি মাঠে বসেই দেখেছেন কোচ। ওই ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া লাওসের ওপর ফিলিপাইনের ফরোয়ার্ডদের আক্রমণের কৌশলগুলো বেশ ভালো করেই পরখ করেছেন তিনি। ওই ম্যাচের পর ফিলিপাইনের ওপর ভিডিও ক্লাসও করিয়েছেন জামাল-সুফিল-মামুনুলদের। তাদের আটকানোর কৌশলটা দেখিয়েছেন দলের ডিফেন্ডারদের। তবে ফিলিপাইনের ফরোয়ার্ডদের যে গতি আর ছন্দ তাতে কিছুটা চিন্তিত কোচ জেমি ডে। তবে আজ জয়ের জন্যই দল মাঠে নামবে বলে জানান তিনি, ‘ফিলিপাইন অবশ্যই ভালো দল। সেটা তারা প্রমাণ করেছে। দলটিতে বেশ কজন ভালো খেলোয়াড় রয়েছে। ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হয়ে উঠতে পারে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব। সেক্ষেত্রে অবশ্যই ভাগ্যেরও সহায়তার প্রয়োজন।’

সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কিছুটা ভারমুক্ত স্বাগতিক শিবির। শিষ্যদের কোনো প্রকার চাপ না নেওয়ার জন্য নির্দেশনা তার, ‘ফুটবলারদের চাপ না নেওয়ার জন্য বলেছি। ফলাফল কী হবে জানি না, তবে ভালো একটি ম্যাচের অপেক্ষায় আছি।’ আজকের ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তার কারণ ইনজুরিও। তাই ফিলিপাইনের বিরুদ্ধে দলে পরিবর্তন আনারও ঈঙ্গিত দিলেন জেমি, ‘আজ তিনজন খেলোয়াড়ের পরিবর্তন আসতে পারে। রক্ষণ ও আক্রমণভাগে আসতে পারে পরিবর্তন। প্রয়োজনের তাগিদেই এই পরিবর্তন করছি। রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলারদের জন্য এটা বড় একটা সুযোগ। তাছাড়া সেমিফাইনালের আগে এটা সেরা একাদশের প্লেয়ারদের জন্য বিশ্রামও বলা যেতে পারে। দলীয় অধিনায়ক জামাল ভূঁইয়া ও ওয়ালি ফয়সালের সামান্য ইনজুরি রয়েছে, তবে গুরুতর নয়। তারা অচিরেই ফিটনেস ফিরে পাবে বলে আমার বিশ্বাস।’

‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকেট পাওয়া দুটি দলই হবে শক্তিশালী। সবচেয়ে বেশি সম্ভাবনা তাজিকিস্তান ও আফগানিস্তানের। র্যাঙ্গিংয়ে এ দুটি দল বেশ এগিয়ে। আফগানিস্তান আছে ১০০ আর তাজিকিস্তান রয়েছে ১২০ নম্বরে। যে কারণে সেমিফাইনালে বেশ কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে স্বাগতিকদের। তবে সেমিফাইনালের আগে ফিলিপাইনকে নিয়েই ভাবতে চান কোচ, ‘আমার ভাবনায় এখন শুধুই ফিলিপাইন। গ্রুপসেরা হিসেবেই সেমিতে খেলতে চাই। সেরা হয়ে সেমিফাইনালে যাওয়া হবে চমৎকার ব্যাপার। যদি তা না হয়, তাহলে যে দলটি আমাদের প্রতিপক্ষ হবে তাদের লক্ষ্য বানিয়ে পরিকল্পনা সাজাতে হবে।’

গ্রুপ পর্বের প্রথম ম্যাচের মতো আজকেও সমর্থকদের সমর্থন চান জেমি ডে, ‘প্রতিটি ম্যাচেই সমর্থকরা দারুণভাবে দলকে সমর্থন করছে। জয়-পরাজয় যাই হোক না কেন তারা খেলোয়াড়দের পক্ষেই রয়েছে। আশা করি আগামীকালও (আজ) তারা একইভাবে দলীয় সমর্থনে এগিয়ে আসবে। সমর্থকরাই দলকে ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে আসছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads