• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি’

মাশরাফি বিন মুর্তজা

সংগৃহীক ছবি

ফুটবল

‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। গতকাল ছিল তার জন্মদিন। ৩৫ পেরিয়ে পা দিয়েছেন ৩৬ বছরে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ছিলেন তিনি। বাদ যায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। প্রতিবারের মতো ম্যাশকে শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটি।  

আইসিসি বিশ্বকাপ পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি। শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।’ ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি। মজার ব্যাপার হলো এই দিনেই মাশরাফির ছেলে সাহেলের জন্ম। ফলে দিনটি ম্যাশের কাছে বিশেষ কিছুই।

মাশরাফির জন্মদিনে শুভানুধ্যায়ীদের পাশাপাশি শুভেচ্ছা জানাতে গিয়ে আইসিসি তাদের ফেসবুকে লিখেছে, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেট পেয়েছেন অধিনায়ক, দ্য টাইগার্স, তাদের ওয়ানডে ফরম্যাটের দলপতি। হ্যাপি বার্থ ডে মাশরাফি বিন মুর্তজা। এদিকে, টুইটেও একই ধরনের পোস্ট দিয়ে আইসিসি মনে করিয়ে দিয়েছে, মাশরাফি দেশের হয়ে সর্বোচ্চ (২৫১টি) ওয়ানডে উইকেট শিকারি। দুই জায়গায় ম্যাশের ভিন্ন দুটি ছবিও তারা প্রকাশ করেছে।

বৈচিত্র্যময় ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি শুধু মাঠেই নয় লড়েছেন ইনজুরির সঙ্গেও। অদম্য শক্তিতে জয় করেছেন সব। টেস্ট খেলেছেন মাত্র ৩৬টি। ৫৪ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন বিদায়। তবে এখনো ওয়ানডে চালিয়ে যাচ্ছেন। দলকে দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads