• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বার্নাব্যুতেই রিয়ালের পতন

আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ে হতাশ রিয়ালের খেলোয়াড়রা

ছবি : ইন্টারনেট

ফুটবল

বার্নাব্যুতেই রিয়ালের পতন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ মার্চ ২০১৯

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে সবচেয়ে বড় অঘটনের শিকার হলো রিয়াল মাদ্রিদ। আয়াক্স আমস্টারডামের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হলো তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে তাদের ৪-১ গোলে উড়িয়ে দিল ডাচ ক্লাব। দুই লেগে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে তিনবারের টানা ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করে ইতিহাস গড়ল আয়াক্স।

২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে ইতিহাস গড়েছিল রিয়াল। কেবল দুটি ম্যাচ হেরে এই মৌসুমেও তারা ছিল ফেভারিট। আয়াক্সের মাঠে আগের লেগ ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখে তারা। কিন্তু ডাচ ক্লাব চমকে দেয় তাদের। এই প্রতিযোগিতায় নিজেদের ক্লাব ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে বাজে হারের তেতো স্বাদ পায় মাদ্রিদ ক্লাব।

তিনবারের চ্যাম্পিয়নদের বিদায় করতে দুসান তাদিচ করেন একটি গোল, বানিয়ে দেন দুটি। সার্জিও রামোস নিষিদ্ধ থাকায় রক্ষণের দুর্বলতাকে দারুণভাবে কাজে লাগায় আয়াক্স। যদিও লক্ষ্যে প্রথম শট নেয় স্বাগতিকরা। ৫ মিনিটের মধ্যে লুকাস ভাসকেসের বাড়িয়ে দেওয়া বলে হেড করেন রাফায়েল ভারানে, কিন্তু আঘাত করে ক্রসবারে।

দুই মিনিট পর এগিয়ে যায় আয়াক্স। রিয়ালের অগোছালো রক্ষণের সুযোগ নিয়ে ৭ মিনিটে গোলমুখ খোলেন হাকিম জিয়েখ। তাদিচের অ্যাসিস্টে প্রথম শটে স্কোর ১-০ করেন তিনি। ২০ মিনিটের মধ্যে আয়াক্স দ্বিতীয় গোলের দেখা পায়। ১৭ মিনিটে স্বাগতিকদের ডিফেন্সকে বোকা বানিয়ে বল বাড়িয়ে দেন তাদিচ। ডেভিড নেরেস দারুণ দক্ষতায় থিবো কোর্তোয়াকে বোকা বানিয়ে খালি জালে বল জড়ান।

ম্যাচ ঘুরিয়ে দিতে মরিয়া সান্তিয়াগো সোলারি ২৯ মিনিটে গ্যারেথ বেলকে চোট পাওয়া ভাসকেসের বদলি নামান। কিছুক্ষণ পরই পায়ের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রিয়ালের সম্ভাবনাময়ী খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের জায়গায় নামেন মার্কো অ্যাসেনসিও।

এই দুটি পরিবর্তনেও স্কোর বদলায়নি রিয়ালের। ৪৩ মিনিটে বেলের শট লাগে গোলপোস্টে। পরের মিনিটে ডি-বক্সের মধ্যে আয়াক্স খেলোয়াড়ের হ্যান্ডবল হওয়ায় জোর পেনাল্টির দাবি জানালেও প্রত্যাখ্যাত হয় রিয়াল। তাতে তাদের প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে পিছিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে রিয়ালের সুবর্ণ সুযোগ নষ্ট করেন করিম বেনজেমা। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা পেরোতে পারলেও তার আড়াআড়ি শট গোলপোস্টের পাশ দিয়ে যায়। রিয়ালকে হতাশ করে আবার এগিয়ে যায় আয়াক্স। ৬২ মিনিটে ফন ডি বিকের বানিয়ে দেওয়া বলে ১৮ গজ দূর থেকে নেওয়া শটে তৃতীয় গোল করেন তাদিচ। ৮ মিনিট পর লক্ষ্যভেদী শটে রিয়ালকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন অ্যাসেনসিও। কিন্তু ৭২ মিনিটে অবিশ্বাস্য ফ্রি কিক গোলে হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের সব সম্ভাবনা শেষ করে দেন লাসে স্কোনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads