• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ফুটবল

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জুলাই ২০২১

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। নেইমারের অ্যাসিস্টে লুকাস পাকুয়েতার গোলে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করলো তারা।

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামে ব্রাজিল। ম্যাচে পেরুর তুলনায় স্বাভাবিকভাবে এগিয়ে থাকা ব্রাজিলকে খুব একটা সুবিধা করতে দেয়নি পেরু। খেলা শুরুর ৩৪ মিনিটের মাথায় নেইমারের বানিয়ে দেয়া বলে বাম পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন লুকাস পাকুয়েতা। কয়েকবার গোল মিস করেও অবশেষে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল।

ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যেতো পারতো ব্রাজিল। লুকাস পাকুয়েতার ক্রস ডি বক্সে থাকা রিচার্লিসনের পা হয়ে আসে নেইমারের কাছে। কিন্তু সেলেসাও তারকা সে সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবে, খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণের চেয়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে সেলেসাওদের। পেরুর আক্রমণ রুখে দিয়ে দৃঢ়তা দেখিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক এডারসন। না হলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত। একের পর এক আক্রমণ করে গোলের দেখা না পাওয়ায় পেরুকে বিদায় নিতে হলো। পেরুকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে খেলবে ব্রাজিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads