Logo

আন্তর্জাতিক

এবার ওয়াকফ বিল নিয়ে সোনিয়ার সমালোচনা, সংসদে উত্তেজনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৯:১৯

এবার ওয়াকফ বিল নিয়ে সোনিয়ার সমালোচনা, সংসদে উত্তেজনা

ভারতের পার্লামেন্টে পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধীর মন্তব্য ঘিরে দেশটিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি সরাসরি সোনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে, আর সংসদের স্পিকার ওম বিড়লা বলেছেন, তার মন্তব্য গণতন্ত্রের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

দুই কক্ষে দীর্ঘ বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিল পাস হয় এবং দেশটির রাষ্ট্রপতির সম্মতির পর এটি আইনে পরিণত হবে। কিন্তু সোনিয়া গান্ধী দাবি করেছেন, বিলটি সংসদে ‘বুলডোজ’ করা হয়েছে, বিরোধীদের আপত্তিকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এ ছাড়া তিনি মোদি সরকারের বেসরকারিকরণ, শিক্ষাব্যবস্থা ও এক দেশ এক ভোট নীতিরও সমালোচনা করেন।

সোনিয়ার ‘বুলডোজ’ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে শাসক দল বিজেপি। শুক্রবার সংসদে বিজেপি সংসদ সদস্যরা ‘সোনিয়া গান্ধী মাফি মাঙ্গো’ বলে স্লোগান দেন। স্পিকার ওম বিড়লা বলেন, ‘তিন দফা ভোটাভুটির পর বিলটি পাস হয়েছে। এরপরও এভাবে প্রশ্ন তোলা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।’ সূত্র : সংবাদ প্রতিদিন

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর