Terms and conditions
ব্যবহারের শর্তাবলি
বাংলাদেশের খবরের পাঠক, দর্শক ও ব্যবহারকারীদের আমাদের কনটেন্ট, সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলিতে স্বাগত। ছাপা পত্রিকা ও ইপেপারের পাশাপাশি ওয়েবসাইট (www.bangladesherkhabor.net), ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের খবরের কনটেন্টে প্রবেশ করা যায়।
বাংলাদেশের খবরের কনটেন্ট, সেবা, লেখা, ছবি, ভিডিও, তথ্য বা যেকোনো উপকরণ ব্যবহার করতে হলে পাঠক-দর্শকদের অবশ্যই এই ব্যবহারের শর্তাবলি (Terms and Conditions) এবং আমাদের প্রাইভেসি পলিসি মেনে নিতে হবে। যদি কোনো ব্যবহারকারীর এসব শর্ত বা প্রাইভেসি পলিসির কোনো ধারার বিষয়ে আপত্তি বা দ্বিমত থাকে, তবে তিনি ই-মেইলের মাধ্যমে বিষয়টি আমাদের জানাতে পারেন : bkdigital247@gmail.com। তবে যেকোনো ধরনের আপত্তি বা দ্বিমত গ্রহণ বা প্রত্যাখ্যান করার পূর্ণ অধিকার দৈনিক বাংলাদেশের খবর কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এই শর্তাবলি লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত করা বা ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।
মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি) অধিকার
বাংলাদেশের খবরের নাম, লোগো, কপিরাইট, ট্রেডমার্ক, লেখা, ছবি, গ্রাফিক্স, ডোমেইন নাম, অডিও, ভিডিও এবং সংশ্লিষ্ট সব মেধাস্বত্ব দৈনিক বাংলাদেশের খবরের একক মালিকানাধীন। কোনো ব্যবহারকারী বাণিজ্যিক বা অবাণিজ্যিক— কোনো উদ্দেশ্যেই এসব মেধাস্বত্বের ওপর মালিকানা বা কৃতিত্ব দাবি করতে পারবেন না। পাশাপাশি দৈনিক বাংলাদেশের খবরের কনটেন্ট থেকে কোনো ধরনের ডেরিভেটিভ কাজ (পরিবর্তিত বা নতুন কাজ তৈরি) করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আমাদের সেবা ব্যবহারের নিয়ম
বাংলাদেশের খবরের সব সেবা কেবল আইনসম্মত ও পাঠ-দর্শনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত অডিও-ভিডিও কনটেন্ট কেবল শোনা ও দেখার জন্য— এর বাইরে অন্য কোনো ব্যবহার অনুমোদিত নয়।
তবে বাংলাদেশের খবর পাঠকদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল, গ্রুপ বা সংশ্লিষ্ট কমিউনিটিতে আমাদের কনটেন্ট শেয়ার করতে উৎসাহিত করে। শেয়ার করার সময় কনটেন্টে কোনো ধরনের পরিবর্তন, বিকৃতি বা সম্পাদনা করা যাবে না এবং মূল সূত্র উল্লেখ করতে হবে।
ব্যবহারকারীরা কেবল ব্যক্তিগত ও অবাণিজ্যিক উদ্দেশ্যে বাংলাদেশের খবরের কনটেন্ট ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার, বিক্রি, পুনঃপ্রকাশ বা আর্থিক লাভের উদ্দেশ্যে কনটেন্ট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
কনটেন্ট অপসারণ
দৈনিক বাংলাদেশের খবর যেকোনো সময় তার ওয়েবসাইট, ডিজিটাল সংস্করণ বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে যেকোনো কনটেন্ট অপসারণ করার অধিকার সংরক্ষণ করে। কর্তৃপক্ষের অনুরোধে ব্যবহারকারীরা তাদের নিজ নিজ ডিভাইস বা প্ল্যাটফর্ম থেকেও সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণে বাধ্য থাকবেন।
অননুমোদিত ও নিষিদ্ধ কার্যক্রম
ব্যবহারকারীরা কোনোভাবেই বাংলাদেশের খবরকে কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, বর্ণবাদ, লিঙ্গবিদ্বেষ বা এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে মেলাতে পারবেন না, যা পত্রিকার সুনাম ক্ষুণ্ন করে।
দৈনিক বাংলাদেশের খবর বা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, হয়রানি, বুলিং বা অপমানজনক আচরণ নিষিদ্ধ। কোনো ধরনের আপত্তিকর, অশালীন, অশোভন বা অনৈতিক লেখা, ছবি বা মন্তব্য প্রকাশ বা আপলোড করা যাবে না। মন্তব্য বা ছবির মাধ্যমে ব্যক্তিগত আক্রমণও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
চিহ্ন, কনটেন্ট ও ছবি শেয়ারের নিষেধাজ্ঞা
দৈনিক বাংলাদেশের খবরের লোগো, লেখা, ছবি বা অন্যান্য কনটেন্ট বাণিজ্যিক বা অবাণিজ্যিক— কোনো উদ্দেশ্যেই অনুমতি ছাড়া পুনঃব্যবহার, পুনঃপ্রকাশ বা নিজের নামে প্রচার করা যাবে না। বাংলাদেশের খবর কর্তৃক প্রকাশিত বা তৈরি কোনো কনটেন্ট বা ছবির কৃতিত্ব নিজের নামে নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

