Logo

ক্যাম্পাস

রেলপথ অবরোধ করে বাকৃবির কৃষি শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:০০

রেলপথ অবরোধ করে বাকৃবির কৃষি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

৬ দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা মঙ্গলবার (৬ মে)  প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

সকাল সোয়া ১০টায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে।

এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস এবং ঢাকাগামী হাওর এক্সপ্রেস আটকে যায়। প্রায় দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করা হয়।

বেলা সাড়ে ১২টায় রেলপথ স্বাভাবিক হলে দুপুর সোয়া ২টায় উপাচার্য এবং বিকেল ৪টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিটি পৌঁছানো হয়।

কৃষি অনুষদের শিক্ষার্থী ইফরান ইউসুফ শিহাব বলেন, 'আমরা কৃষি সেক্টরের অযৌক্তিক দাবির বিরুদ্ধে। কৃষিতে পড়াশোনা করতে এসে আমরা বৈষম্যের শিকার হতে পারি না।'

ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'যৌক্তিক দাবির সঙ্গে আমরা একমত, তবে আন্দোলনের পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে।'

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে কৃষিবিদদের জন্য ১০ম গ্রেড উন্মুক্ত করার দাবি রয়েছে।

এদিকে, নিয়মবহির্ভূতভাবে ১৭৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেয়ায় আজকের সকল ক্লাস বর্জন করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর