Logo

সারাদেশ

মোরেলগঞ্জে পারিবারিক বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:০০

মোরেলগঞ্জে পারিবারিক বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই সুনীল মাতাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছেন তার বড় ভাই ও ভাতিজা।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বিকেলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রাত ৯টার দিকে বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নীলকান্ত মাতা ধারালো অস্ত্র দিয়ে সুনীল মাতাকে বাড়ির সামনে কুপিয়ে জখম করেন।

আশঙ্কাজনক অবস্থায় সুনীলকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, ‘ঘটনার পরপরই অভিযানে নেমেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর