• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাগুরা-গাজীপুরে বজ্রপাতে নিহত ৫

বজ্রপাত

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

মাগুরা-গাজীপুরে বজ্রপাতে নিহত ৫

  • মাগুরা ও কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর ২০১৮

মাগুরা ও গাজীপুরে গতকাল মঙ্গলবার বিকালে বজ্রপাতে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে মাগুরা জেলার সদর উপজেলার আঠারোখাদা গ্রামে পাট ক্ষেতে কাজ করার সময় চার কৃষকের মৃত্যু হয়। এ সময় পার্শ্ববর্তী জগদল গ্রামে বজ্রপাতে আহত হন আরো দুজন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বজ্রপাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ পশু হাটে এক গরু ব্যবসায়ী নিহত হন।

মাগুরায় নিহতরা হলেন- আঠারোখাদা গ্রামের পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে মন্নু মোল্যা (২৫), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্যা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আবদুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩০)। গাজীপুরে নিহত ব্যবসায়ীর নাম মোমতাজ উদ্দিন (৫৫)। তিনি জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর গ্রামের আকমত আলী ছেলে।

মাগুরা প্রতিনিধি জানান, বিকালের দিকে ওই চার কৃষক বৃষ্টির মধ্যে পাট ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় শত শত মানুষ ভিড় করেন। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমর প্রসাদ জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসেন।

খবর পেয়ে জেলা প্রশাসক আতিকুর রহমান হাসপাতালে ছুটে যান এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা দেন। তাদের  তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

কাপাসিয়া প্রতিনিধি জানান, উপজেলার আমরাইদ পশু হাটে বিকাল ৩টায় বজ্রপাত হলে গরুর পাইকার মোমতাজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার জানান, বজ্রপাতের শব্দের পর ১৬-১৭ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. লিলি জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads