কানাইঘাট প্রেসক্লাবের নেতৃত্বে ফের নিজাম-মাহবুব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৮:০৯

নবনির্বাচিত সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ | ছবি : সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২০২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক উত্তরপূর্বের কানাইঘাট প্রতিনিধি নিজাম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে ফের বিজয়ী হয়েছেন দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাহবুবুর রশিদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি হাফিজ আহমদ সুজন।
এ ছাড়া অন্যান্য ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন, দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি আব্দুন নুর (সহসভাপতি), দৈনিক জনতার জেলা প্রতিনিধি তাওহীদুল ইসলাম (সহসভাপতি), দৈনিক যুগভেরীর প্রতিনিধি মুমিন রশিদ (সহসম্পাদক), দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আমিনুল ইসলাম (কোষাধ্যক্ষ), দৈনিক কালবেলার প্রতিনিধি সুজন চন্দ অনুপ (দপ্তর সম্পাদক), দৈনিক সিলেটের দিনকালের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন আজাদ ( ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক) ও দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি মাহফুজ সিদ্দিকী (তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক)।
নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ফরিদ আহমদ। কমিশনের সদস্য ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মো. মহি উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ।
এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন দৈনিক সকালের খবর ও এশিয়ান এইজের সিলেট ব্যুরো চিফ আব্দুল হালিম সাগর, দৈনিক স্বাধীন বাংলার রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ, মানবজমিনের প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার, সোনালী সিলেটের মিজানুর রহমান লাভলু এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ওহিদুল ইসলাম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐতিহ্য ও পেশাদারিত্ব ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
- আবু তালহা রায়হান/ডিআর