Logo

সারাদেশ

চাঁদপুরে জেলি মিশ্রিত ১৮০ কেজি চিংড়ি জব্দ, মাটিতে পুঁতে ধ্বংস

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:৩৬

চাঁদপুরে জেলি মিশ্রিত ১৮০ কেজি চিংড়ি জব্দ, মাটিতে পুঁতে ধ্বংস

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে জেলি মিশ্রিত সাড়ে ৪ মণ (১৮০ কেজি) চিংড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ দল।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, হরিণা ফেরিঘাটে বিভিন্ন পরিবহন তল্লাশি করে একটি পরিবহন থেকে ১৮০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। পরে মঙ্গলবার সকালে চিংড়িগুলো কোস্টগার্ড স্টেশনে এনে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

এই অভিযানে অংশ নেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন টিম এবং সদর উপজেলার ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রসহকারী মো. জামিল।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব জেলি মিশ্রিত চিংড়ি বাজারজাতের চেষ্টা করায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ভোক্তাদের সচেতন থাকতে এবং এমন চিংড়ি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর