Logo

রাজধানী

ফকিরাপুলে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:৪৪

ফকিরাপুলে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর ফকিরাপুলের গরম পানির গলির একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- কুলসুম আক্তার, রিয়াজ হোসেন ও কামরুন্নেসা রোজিনা। 

তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলায়। ফকিরাপুল এলাকায় ভাড়া থাকতেন তারা।

রোববার (২০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের প্রতিবেশিরা বলেন, আজ দুপুরের দিকে রান্নার সময় বিস্ফোরণে দগ্ধ হন তারা। পরে আমরা তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাদের।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর