
সোনার বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশের বাজারে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এই স্বর্ণ বিক্রি হবে (প্রতি ভরি) ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়।
মঙ্গলবার দিবাগত রাতে (১ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই দাম আজ (বুধবার, ২ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবী সোনার মূল্য বেড়ে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা। তবে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের নির্ধারিত মূল্য অনুযায়ী রুপার দাম থাকবে।
বাজুস সদস্যরা বলছেন, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব এবং ডলার বিনিময় হারের ওঠানামাও স্থানীয় সোনার বাজারে প্রভাব ফেলছে।
- এএইচএস/এটিআর