
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে প্রথম দিন এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৮৩ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ২২টি এসএসসি কেন্দ্রে ১৪ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা ছিল। এর মধ্যে ১৭৭ জন অনুপস্থিত ছিলেন। মাদরাসা শিক্ষা বোর্ডের ৯টি কেন্দ্রে ৪ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন এবং ভোকেশনাল ৬টি কেন্দ্রে ১০৭৩ জনের মধ্যে ১২জন অনুপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার মাহবুবা মুনমুন বাংলাদেশের খবরকে জানান, পরীক্ষার প্রথম দিন ২৮৩ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আরও ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
এমরান পাটোয়ারী/এমজে