২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসেই আয় ৩০.২৫ বিলিয়ন ডলার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৪

বাংলাদেশের তৈরি পোশাক খাত আবারও প্রমাণ করল তার দৃঢ়তা ও সম্ভাবনা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্প্রতি প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়কালের দেশভিত্তিক রপ্তানি তথ্যে দেখা গেছে, এই সময়ে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে আয় করেছে ৩০.২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি।
বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক শিল্পের এ ধরনের প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।
তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে রয়ে গেছে। এই অঞ্চলে রপ্তানি হয়েছে ১৫.০৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক, যা মোট রপ্তানির ৪৯.৮২ শতাংশ।
অন্যান্য বাজারের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫.৭৪ বিলিয়ন ডলার (১৮.৯৭%), যুক্তরাজ্যে ৩.৩৬ বিলিয়ন ডলার (১১.১০%) এবং কানাডায় ৯৬৩.৮৫ মিলিয়ন ডলারের (৩.১৯%) পণ্য রপ্তানি করা হয়েছে।
বছরওয়ারি প্রবৃদ্ধি হিসাব করলে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বেড়েছে ১১.৩১ শতাংশ, যুক্তরাষ্ট্রে বেড়েছে ১৭.২৩ শতাংশ এবং কানাডায় ১৫.৬৬ শতাংশ। আর যুক্তরাজ্যে তুলনামূলক কম ৪.১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের পণ্য সবচেয়ে বেশি গিয়েছে জার্মানি: ৩.৮০ বিলিয়ন ডলার (১০.৭২% প্রবৃদ্ধি), স্পেন: ২.৬৫ বিলিয়ন ডলার, ফ্রান্স: ১.৬৫ বিলিয়ন ডলার (১০.৭৫%), ইতালি: ১.১৭ বিলিয়ন ডলার, নেদারল্যান্ডস: ১.৬১ বিলিয়ন ডলার (২৩.১৫%), পোল্যান্ড: ১.২৬ বিলিয়ন ডলার (১০.৩২%)। এ ছাড়াও ডেনমার্কে ১২.৮০% এবং সুইডেনে ১৯.৯৬% প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
অপ্রচলিত বাজারে সম্ভাবনা বৃদ্ধি
অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে ৬.৬৬ শতাংশ, যা মোট রপ্তানির ১৬.৯৩ শতাংশ। এই বাজারগুলোতে মোট আয় হয়েছে ৫.১২ বিলিয়ন ডলার।
শীর্ষ অপ্রচলিত বাজারগুলো
দক্ষিণ এশিয়ার দেশ জাপানে ৯৬০.৪৫ মিলিয়ন ডলার (১০.০৬%), অস্ট্রেলিয়ায় ৬৫৩.৬৪ মিলিয়ন ডলার, ভারতে ৫৩৫.১৫ মিলিয়ন ডলার (২০.৪৫%), তুরস্কে ৩৫৭.২২ মিলিয়ন ডলার (৩২.৫৪%) এবং মেক্সিকোতে ২৫১.২২ মিলিয়ন ডলার (২৩.৪৪%)।
অন্যদিকে, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মালয়েশিয়া-তে রপ্তানির নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে রাশিয়ায় ভূ-রাজনৈতিক টানাপড়েন এবং অর্থনৈতিক সমস্যা এর কারণ হিসেবে ধরা হচ্ছে।
সাবসেক্টরভিত্তিক পারফরম্যান্স : নিটওয়্যার ও ওভেন পোশাক
নিটওয়্যার : ১১.২২% প্রবৃদ্ধি (তবে অপ্রচলিত বাজারে প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম) এবং ওভেন পোশাক ১০.৪০% প্রবৃদ্ধি (অপ্রচলিত বাজারে উল্লেখযোগ্য উন্নতি)
বিজিএমইএর সাবেক পরিচালক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে, ইউরোপ ও আমেরিকা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এখনো প্রধান ভরসাস্থল। তবে, অপ্রচলিত বাজারগুলোর উন্নয়নও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বজুড়ে চলমান বাণিজ্যিক উত্তেজনা ও পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে রপ্তানি বৈচিত্র্য এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারে।
- এএইচএস/এটিআর