Logo

সারাদেশ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৫:০৮

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে পবিত্র রমজানের প্রথম জুমায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেছেন। ইতিহাস এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে নিজেদের নিমজ্জিত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি পবিত্র এই স্থানে জুমা আদায় করেছেন।

শুক্রবার (৭ মার্চ) অনুষ্ঠিত জুমার নামাজে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলছেন, রমজানের প্রথম জুমায় এখানে নামাজ আদায় করা তাদের জন্য বিশেষ এক অভিজ্ঞতা।

চট্টগ্রাম থেকে আসা আলী হোসেন বলেন, ‘প্রতি বছর অন্তত একবার ষাটগম্বুজ মসজিদে আসার চেষ্টা করি, তবে রমজানের প্রথম জুমায় এখানে আসা সত্যিই ভাগ্যের ব্যাপার। মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়লে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করি, যা অন্য কোথাও পাই না। মসজিদের ইতিহাস, স্থাপত্যশৈলী ও পরিবেশ মন ছুঁয়ে যায়।’

খুলনা থেকে আসা তরিকুল ইসলাম বলেন, ‘রমজানের প্রথম জুমা একটু বিশেষভাবেই কাটাতে চেয়েছিলাম। তাই বন্ধুদের সঙ্গে ষাটগম্বুজ মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমতে এখানে আসতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। মসজিদের পবিত্রতা এবং পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।’

‘রামপাল থেকে আসা শেখ হাসিব ও সাকিব শেখ বলেন, ‘শুনেছি, রমজানে ষাটগম্বুজ মসজিদে নামাজ পড়ার অনুভূতি অন্যরকম হয়। তাই এবার এখানে এসেছি। সত্যিই বিশেষ অনুভূতি পেয়েছি। ইমামের কণ্ঠে খুতবা ও নামাজের সময় যে শান্তি অনুভব করেছি, তা অতুলনীয়।’

ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন জানান, ‘রমজানের প্রথম জুমায় প্রতি বছরই মুসল্লিদের ব্যাপক উপস্থিতি থাকে এখানে।’

তিনি আরও জানান, মসজিদে তারাবির নামাজের জন্য দু’জন স্বনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হচ্ছে। প্রতিদিন প্রায় দেড় থেকে দুইশ মানুষ ইফতার করছেন, কখনো কখনো সংখ্যা আরও বাড়ে।’

রমজানে দূরদূরান্ত থেকে দর্শনার্থী মুসল্লিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় বলেও জানান তিনি।

শেখ আবু তালেব/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর