Logo

আন্তর্জাতিক

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ইসরায়েল

হামাসকে প্রস্তাব গ্রহণের আহ্বান ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৭:৫৯

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ইসরায়েল

গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শর্তসমূহে ইসরায়েল ইতোমধ্যে সম্মতি জানিয়েছে। এখন হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এই যুদ্ধ অবসানে একটি গ্রহণযোগ্য পথ পাওয়া গেছে। ইসরায়েল চুক্তির শর্তে সম্মত হয়েছে, এখন শান্তি ফিরিয়ে আনতে হামাসের এগিয়ে আসা প্রয়োজন।

এদিকে যুদ্ধবিরতির খবরের মধ্যেই গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে আরও ১০৯ ফিলিস্তিনি। এদের মধ্যে ২৮ জনকে গুলি করা হয় খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায়। তারা সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর খাদ্য বিতরণকেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন।

উত্তর গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সংকটে হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। শত শত রোগী সেখানে মৃত্যুর মুখোমুখি অবস্থায় রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬ হাজার ৬৪৭ জন, আহত হয়েছেন আরও এক লাখ ৩৪ হাজার ১০৫ জন। অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন। এ সময় দুই শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

সূত্র : আল জাজিরা

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর