Logo

জাতীয়

ডিআইজিসহ দুই পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:০৬

ডিআইজিসহ দুই পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে দায়ের করা মামলায় আটক সিআইডির উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম ও ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মোল্যা নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সংস্থাটির সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন।

আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৪ লাখ এক হাজার ৮০৭ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১টি মামলা করা হয়েছে। আসামি মোল্যা নজরুল ইসলাম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

অপরদিকে সুভাষ চন্দ্র সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা তানজির হাসিব সরকার।

আবেদনে বলা হয়, আসামি সুভাষ চন্দ্রের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭টাকা অর্জন ও ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশগমন রহিত করা একান্ত আবশ্যক।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর