Logo

রাজধানী

পুলিশকে কামড় দিয়ে পালাল ওয়ারেন্টভুক্ত আসামি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৮

পুলিশকে কামড় দিয়ে পালাল ওয়ারেন্টভুক্ত আসামি

রাজধানীর পল্লবীতে পুলিশের ওপর হামলা চালিয়ে এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) রাতে মিরপুর-১১ এর খিচুড়ি পট্টি বস্তিতে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের এক সদস্যকে কামড়ে আহত করে হাতকড়াসহ পালিয়ে যায় আসামি বাপ্পী। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত আসামি বাপ্পীকে গ্রেপ্তারে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বস্তির একদল লোক পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা চালায়।

তিনি বলেন, ‘কনস্টেবল বাশার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় বাপ্পী তাকে কামড়ে আহত করে। এরপর হাতকড়াসহ পালিয়ে যায়। ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি নজরুল আরও বলেন, ‘আসামিকে ধরতে এলাকায় সাড়াশি অভিযান চলছে। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

আহত পুলিশ সদস্য বাশার বর্তমানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এনএমএম/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর