Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃত্যু ৫০ হাজার ৮৮৬ জন ছাড়িয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আহত হয়েছেন আরও অন্তত ১৪৬ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে। চলমান ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন ছাড়িয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় অনেক নিহত এখনো পড়ে আছেন। কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ গাজায় ইসরায়েল একটি নতুন বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর থাকলেও এরপর থেকে ইসরায়েলের এই নতুন আক্রমণে এখন পর্যন্ত ১ হাজার ৫২২ জন নিহত ও প্রায় ৩ হাজার ৮০০ আহত হয়েছেন।

এদিকে, গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর