Logo

ক্যাম্পাস

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন জবি শিক্ষার্থী বিপ্লব

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ২০:৩৮

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন জবি শিক্ষার্থী বিপ্লব

নিহত শিক্ষার্থী বিপ্লব দে অনিরুদ্ধ। ছবি : বাংলাদেশের খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিপ্লব দে অনিরুদ্ধ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

সহপাঠীরা জানান, তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরেক সহপাঠী নাইমুর রহমান হৃদয় জানান, এর আগে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার চলাকালীন তার ব্রেইন স্ট্রোক হয়। এর পর তার সাথে তেমন যোগাযোগ হয়নি। আজ জানতে পারি ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। 

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাবিবা সুলতানা বলেন, প্রথমে বিষয়টি জানা ছিল না। বিপ্লবের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা তার অকাল প্রয়াণে শোকাহত।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর