Logo

সারাদেশ

ঈদে কেনাকাটার পর বাড়ি ফেরা হলো না

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৮:৪৮

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী ও তাদের আট বছর বয়সী শিশুপুত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার ভাটইবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারী গ্রামের বাসিন্দা মোস্তফা মন্ডল (৪৩), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও ছেলে মাহিম (৮)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে ঈদের কেনাকাটা শেষে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কৃষক মোস্তফা মন্ডল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটইবাজার এলাকায় তামাক সেন্টারের সামনে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহিম। গুরুতর আহত অবস্থায় মোস্তফা ও সেলিনাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী লিঠন ও হাসিবুল ইসলাম জানান, ঈদের কেনাকাটার জন্য পরিবার নিয়ে শহরে গিয়েছিলেন মোস্তফা মন্ডল। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনজনই। একই পরিবারের সবাই মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এম বুরহান উদ্দিন/এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা ঈদুল আজহার সব খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর