Logo

বিনোদন

‘নকশীকাঁথা’র নতুন গান ‘জরিনা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৭

‘নকশীকাঁথা’র নতুন গান ‘জরিনা’

পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় লোকজ ব্যান্ড ‘নকশীকাঁথা’র নতুন গান ‘জরিনা’। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে ব্যান্ডটির নিজস্ব কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক প্রকাশনা হয়।

গানটি বর্তমানে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং টিকটকসহ ২১টি ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

‘জরিনা’ গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী নকশীকাঁথার দলপ্রধান সাজেদ ফাতেমী বলেন, ‘এই গানটি আমাদের ব্যান্ডের জন্য একটি ভিন্নধর্মী প্রয়াস। যুগে যুগে সাহিত্যিকরা নারীর রূপ-যৌবন, আকাঙ্ক্ষা, বেদনা ও সামাজিক অবস্থান নিয়ে গল্প বলেছেন। আমরাও চেষ্ট করেছি গানটির মাধ্যমে এক নারীর প্রতি মানুষের কৌতূহল, ভালোবাসা ও সমাজের প্রতিক্রিয়া তুলে ধরতে।

তিনি আরও বলেন, এই গানটির সুর সহজ, শ্রোতাদের চেনা লাগবে। তবে হারমোনি ও কোরাসের ভাঁজে একটা ভিন্নমাত্রা আছে, যা গানটিকে আলাদা করে তুলেছে।

গানটির মিউজিক ভিডিওতে জরিনা চরিত্রে অভিনয় করেছেন আলোচিত মডেল সুমাইয়া রিমু। তার বিপরীতে পর্দায় রয়েছেন ব্যান্ডের সদস্য সাজেদ ফাতেমী, ফয়সাল আদনান, বুলবুল সাহা, মাহবুব সোহেল, জে আর সুমন, মনোজ মন্ডল ও পলাশ নন্দী। আরও অভিনয় করেছেন গোলাম রসুল ও জুয়েল খান।

ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন আসিফ ও ইমরান। পরিচালনায় ছিলেন সোহাগ ওয়াজিউল্লাহ এবং সম্পাদনায় ছিলেন এসএম কারীম।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ জানুয়ারি সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে ‘নকশীকাঁথা’ ব্যান্ড যাত্রা শুরু করে। তাদের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ প্রকাশ হয় ২০০৮ সালে এবং দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ আসে ২০১৬ সালে। এ পর্যন্ত ব্যান্ডটি ৫৮টি মৌলিক গান প্রকাশ করেছে।

  • ওএফ/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর