Logo

আন্তর্জাতিক

কানাডায় পথচারীদের পিষে ফেলল গাড়ি, বহু হতাহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৮

কানাডায় পথচারীদের পিষে ফেলল গাড়ি, বহু হতাহত

কানাডার ভ্যাঙ্কুভার শহরে একটি গাড়ি ভিড়ের মধ্যে পথচারীদের উপর উঠে যাওয়ায় ‘বেশ কয়েকজন নিহত’ হয়েছেন। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন।

ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই সড়কে লাপু লাপু উৎসবের আয়োজন চলছিল। তখনই একটি গাড়ি ভিড়ের মধ্যে মানুষের উপর উঠে যায়।

গাড়িচালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতের সংখ্যা এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। 

পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টার একটু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের মোড়ে একটি গাড়ি রাস্তার উৎসবে ভিড়ের ওপর উঠে যায়। 

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্ত এগোনোর সাথে সাথে আমরা আরও তথ্য দেব।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিপিনো বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালীন একটি গাড়ি পথচারীদের ওপর উঠে যায়।

ঘটনাস্থল থেকে পাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রমাণিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি পুলিশ গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি উপস্থিত রয়েছে। এ সময় আহতের মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

ভ্যাঙ্কুভার শহরের মেয়র কেন সিম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আজকের লাপু লাপু দিবসের অনুষ্ঠানে ভয়াবহ এই ঘটনায় আমি মর্মাহত ও গভীরভাবে দুঃখিত।’

তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা দুর্ঘটনায় আক্রান্ত ও ফিলিপিনো সম্প্রদায়ের সঙ্গে রয়েছি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর