
হজ একটি কঠিন ইবাদত। এ কারণে অনেক মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তা আদায়ের সামর্থ্য থাকে না। এ ধরনের অক্ষম ও মাজুরদের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তায়ালা বদলি হজের অবকাশ দিয়েছেন। মানে অক্ষম ব্যক্তির পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হজ আদায় করানোকে বদলি হজ বলে।
বদলি হজের আলাদা কোনো নিয়ম নেই। যেভাবে নিজের হজ আদায় করা হয়, বদলি হজও সেভাবেই আদায় করতে হবে। পার্থক্য শুধু এইটুকু যে, নিয়ত ও তালবিয়ার সময় বদলি হজে প্রেরণকারীর পক্ষ থেকে হজের নিয়ত করা। এরপর হজের সকল কাজ এক ও অভিন্ন।
কেউ যদি অন্য কারো পক্ষ থেকে বদলি হজ আদায় করে, তাহলে তার ওপর থেকে ফরজ হজ রোহিত হয় না। অর্থাৎ বদলি হজ পালনকারী ব্যক্তির ওপর যদি হজ ফরজ হয়, তাহলে অন্যের হজ আদায় তার জন্য যথেষ্ঠ হবে না; বরং নিজের ওপর হজ ফরজ হলে, তাকে তা পুনরায় আদায় করতে হবে।
তথ্যসূত্র : সহিহ বুখারি ১/২০৫, ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৭, ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৪৪ ও বাদায়েউস সানায়ে।
বিএইচ/