• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এই দিনে : ২৭ জুলাই

যুদ্ধবিরতি সইয়ের মাধ্যমে ১৯৫৩ সালের ২৭ জুলাই শেষ হয় কোরিয়া যুদ্ধ

ছবি: সংগৃহীত

সম্পাদকীয়

এই দিনে : ২৭ জুলাই

  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

এই দিনে : ২৭ জুলাই

 

১৬৫৬ : ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।

১৭৬১ : পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।

১৮৪৪ : আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টনের মৃত্যু।

১৮৮৯ : ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।

১৯০৯ : বিশ্ববিখ্যাত অণুজীব বিজ্ঞানী ও গবেষক মো. মঞ্জুরুল ইসলামের জন্ম।

১৯২০ : বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।

১৯৩১ : বাংলা লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীমের জন্ম।

১৯৫৩ : আমেরিকা, চীন ও উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে।

১৯৭১ : মুক্তিযুদ্ধের সময় প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।

২০০৭ : ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

কোরিয়া যুদ্ধ

জাতিসংঘ সমর্থিত কোরিয়া প্রজাতন্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন, গণপ্রজাতন্ত্রী চীন সমর্থিত গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মধ্যকার ১৯৫০-এর দশকের প্রথম দিকে তিন বছরের অধিক সময়ব্যাপী সংঘটিত হওয়া একটি আঞ্চলিক সামরিক যুদ্ধের নাম কোরিয়া যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সংঘটিত হওয়া প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ নিয়ে বিজয়ী মিত্রশক্তির মধ্যকার একটি চুক্তিকে কেন্দ্র করে কোরীয়দের মধ্যে রাজনৈতিক বিভাজন এই যুদ্ধের প্রাথমিক কারণ ধরা হয়। ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত জাপানি সাম্রাজ্য কোরীয় উপদ্বীপ শাসন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সাম্রাজ্যের আত্মসমর্পণের পর মার্কিন প্রশাসন উপদ্বীপটিকে ৩৮তম সমান্তরাল রেখায় ভাগ করে, এর মধ্যে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ অর্ধেক নিজেদের দখলে আনে এবং সোভিয়েত সশস্ত্র বাহিনী উত্তর অর্ধেক অধিকারে নেয়। কোরিয়া যুদ্ধ শুরু হয় ২৫ জুন ১৯৫০ সালে এবং যুদ্ধবিরতি স্বাক্ষরের মাধ্যমে শেষ হয় ২৭ জুলাই ১৯৫৩ সালে।

 

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads