চাঁদপুরে পৃথক অভিযানে তিন মাদককারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:০৪

ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর সদর ও মৈশাদী এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ মে) রাত ১০টার দিকে শহরের হাজী মহসীন রোড ও সদরের মৈশাদী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মৈশাদী ইউনিয়নের সাদ্দাম খান (৩০), মামুন মাল (৩৮) এবং হাজী মহসীন রোড এলাকার মো. বাবুল (৬৮)।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, যৌথ অভিযানে সাদ্দাম ও মামুনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং বাবুলের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ও নগদ ৩ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এআরএস