Logo

অর্থনীতি

চলতি সপ্তাহে আসছে নতুন নোট, থাকবে না কোনো ব্যক্তির ছবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৪:১৯

চলতি সপ্তাহে আসছে নতুন নোট, থাকবে না কোনো ব্যক্তির ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, কোনো ব্যক্তির ছবি ছাড়া ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ঈদের আগেই বাজারে আসছে। প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোটও ছাড়া হবে বলে জানিয়েছেন গভর্নর।

শনিবার (২৪ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে আয়োজিত ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

নতুন নোটের নকশার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে গভর্নর বলেন, নোটগুলোতে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার ছবি থাকবে। তবে কোনো ব্যক্তির ছবি থাকবে না।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

  • এএইচএস/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর