• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জিমির সপ্তম হ্যাটট্রিক

কৃতী স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি

সংরক্ষিত ছবি

হকি

জিমির সপ্তম হ্যাটট্রিক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

বাংলাদেশের কৃতী স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। এবারের প্রিমিয়ার ডিভিশন হকি লিগে তিনি এ পর্যন্ত সাতবার হ্যাটট্রিক করেছেন। গতকাল মঙ্গলবার তার হ্যাটট্রিকের সুবাদেই সোনালী ব্যাংককে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৪ ম্যাচে ১৩ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে মোহামেডান।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকালের ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপিয়ে খেলতে থাকে মোহামেডান। ম্যাচের সপ্তম মিনিটে ভারতের গুরজিন্দর সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। ষোড়শ মিনিটে নিখুঁত হিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারতের এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে রোমান সরকারের গোলে ব্যবধান আরো বাড়িয়ে বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধে টানা তিন গোল করেন জিমি। ৪২ ও ৫২ মিনিটের ফিল্ড গোলে মোহামেডানের ত্রয়োদশ জয় অনেকটাই নিশ্চিত করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। ম্যাচের ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জিমি। পেনাল্টি কর্নারে শামসের সিং ঠিকমতো পুশ করতে পারেননি। সোনালী ব্যাংকের এক ডিফেন্ডার বল পাওয়ার পর তা ছুটে গিয়ে কেড়ে নেন গুরজিন্দর। তার বাড়ানো বল রিভার্স হিটে ঠিকানায় পৌঁছে দেন জিমি। লিগের প্রথম পর্বে সোনালী ব্যাংককে ৮-২ গোলে হারিয়েছিল মোহামেডান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads