
ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়। এর ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) ভোগ করতে পারবেন।
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ ধরে আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি ছিল ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। তবে নতুন ঘোষণা অনুযায়ী, ৩ এপ্রিলও ছুটি থাকবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন।
যদি ২৭ মার্চ (বৃহস্পতিবার) এবং ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করা হতো, তাহলে টানা ১১ দিনের ছুটি পাওয়া যেত। তবে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ছুটি ৯ দিনে সীমাবদ্ধ রয়েছে।
ঈদ উপলক্ষে দেশের সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। টানা ছুটির কারণে অনেকেই পরিবার-পরিজনের সাথে সময় কাটানোর জন্য গ্রামের বাড়ি বা পর্যটন স্থানে যাওয়ার পরিকল্পনা করছেন।
ডিআর/এমজে