আগুনে পুড়ল বেত বাগান, এলাকায় উত্তেজনা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮
গাজীপুরের কালিয়াকৈরে সংরক্ষিত বনের সুফলা প্রকল্পের বেত বাগানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। টানা তিনদিন ধরে একই স্থানে আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মৌচাক বিট অফিসের পেছনে থাকা বেত বাগানে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। প্রথম দুই দফায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বার বার একই কায়দায় অগ্নিসংযোগের কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বেত বাগান প্রায় সম্পূর্ণ পুড়ে যায়, এতে সুফলা প্রকল্পের বড় ধরনের ক্ষতি হয়।
পর পর তিনদিন আগুন লাগার পরও বন বিভাগ এখন পর্যন্ত কোনো দোষী ব্যক্তিকে আটক করতে পারেনি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন, সংরক্ষিত বনের এমন গুরুত্বপূর্ণ একটি অংশ বারবার অগ্নিকাণ্ডের শিকার হলেও যথাযথ নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে সহকারী বন সংরক্ষক শহিদুল হাসান শাকিল বলেন, ‘বেত বাগান পুড়ে যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা এই ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মো. দেলোয়ার হোসেন/এটিআর


