Logo

সারাদেশ

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার ও বিদেশি সিগারেটসহ ৪ চোরাকারবারি আটক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার ও বিদেশি সিগারেটসহ ৪ চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কের সামনে থেকে এক কেজি দেড়শো গ্রাম স্বর্ণালঙ্কার, বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ চার স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে পতেঙ্গা বিমানবন্দর সড়কের চেকপোস্টে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। সিএনজি থেকে উদ্ধার করা হয় এক কেজি দেড়শো গ্রাম স্বর্ণালঙ্কার, ১২ কার্টন বিদেশি সিগারেট, দুটি আইফোন এবং দুটি ল্যাপটপ। এ সময় অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের অভিযোগে ৪ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।  

পুলিশ জানায়, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার দুবাই থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল এবং এটি দেশের বিভিন্ন স্থানে পাচারের পরিকল্পনা ছিল। আটককৃতদের কাছ থেকে স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর